আর আমদানী নয়, বাংলাদেশই মটরস পার্টস তৈরি : মাতলুব আহমাদ

লাস্টনিউজবিডি, ২৪ ফেব্রুয়ারি: এফবিসিসিআইর সাবেক সভাপতি ,বাংলাদেশ- ভারত চেম্বারের সভাপতি , বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট, নিটল -নিলয় গ্রুপের চেয়ারম্যান কর বাহাদুর আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, নতুন দিনের নতুন সুর্য আমাদের দিকে উকি দিয়েছে । বাংলাদেশে এখন থেকে তৈরী হবে মটরস পার্টস । এই পার্টস দিয়ে অচীরেই গাড়ী তৈরী করে বিশ্বে রপ্তানী করা হবে ,যা হবে “মেইড ইন” বাংলাদেশ ।
তিনি বলেন- “দেশের পরিবহন খাতকে গতিশীল করতে স্থানীয়ভাবে অটোমোবাইল কম্পোনেন্টের উৎপাদনে যাওয়া খুবই জরুরী। আর এই কাজটি শুরু করার এখনই সবচেয়ে উত্তম সময়”।
বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন (BAAMA) এবং অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস এসোসিয়েশন অফ ইন্ডিয়া ( ACMA) এর আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় “ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো”। ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি। এ ছাড়াও উপস্তিতি ছিলেন ইন্ডিয়ান হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এর এক্সিকিউটিভ মেম্বার অভিজিৎ চৌধুরী, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, ও বামার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী দীন ।

অনুষ্ঠান শেষে আয়েজিত এক সংবাদ সম্মেলনে মাতলুব আহমাদ এ আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি বলেন, এই মেলার উদ্দেশ্য হলো অটো কম্পোনেন্টের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা, যার ফলে গাড়ির পার্টসের দাম এবং সার্ভিসিং খরচ চলে আসবে ক্রেতাদের হাতের নাগালে।
অনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে কাজ করেছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) এবং ইন্ডিয়ান হাইকমিশন, ঢাকা।
এ সময় উপস্থিত ছিলেন-অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস এসোসিয়েশন অফ ইন্ডিয়া ( ACMA) এর ডিরেক্টর জেনারেল ভিনি মেহতা, IBCCI এবং BAAMA এর সম্মানিত সদস্যবৃন্দ, রানার গ্রুপ, র্যাংগস গ্রুপ ও ইফার অটোস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অটোমোবাইল কম্পোনেন্টের স্থানীয় উৎপাদনকারী, খুচরা বিক্রেতা এবং আমদানিকারকগণ।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, মহামারি করোনার প্রকোপে সারাবিশ্ব যখন বিপর্যস্ত তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে ব্যবসা-বাণিজ্যসহ সব খাতেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের। মহান মুক্তিযুদ্ধে ভারতের সব রকম সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি আইবিসিসিআই, বামা, আকমা এবং ভারতীয় হাইকমিশনের আজকের অটো পার্টস শো বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসায়িক বন্ধুত্বকে আরও বেশি গতিশীল করবে। আমি ভারতীয় ব্যবসায়ী যারা আকমার সদস্য, তাদের বলবো আপনারা এই খাতে বিনিয়োগ করুন, আমাদের ব্যবসাবান্ধব সরকার এই খাতে সহযোগিতা করতে বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে অটো পার্টসের বিশাল বাজার, দক্ষ শ্রমিক এবং ব্যবসাবান্ধব নীতি আপনাদের বিনিয়োগে আগ্রহী করবে এবং আমাদের দেশের অটোমোটিভ ব্যবসাকে আরও উজ্জীবিত করবে। একই সঙ্গে দুই দেশের প্রযুক্তির বিনিময় অটো পার্টস ব্যবসার আধুনিকায়নে সহায়ক হবে।
তিনি বাংলাদেশ-ভারত অটোপার্টস শো’র আয়োজক এবং প্রতিবেশী দুই দেশের ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের এই উদ্যোগ এবং প্রচেষ্টা অব্যাহত থাকবে, যেন অটো পার্টসের ব্যবসায়িক সম্প্রসারণ আরও দ্রুততর হয় এবং বাংলাদেশ-ভারত ঐতিহাসিক বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হয়।
ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু’দেশের সম্পর্ক এখন অনেক চমৎকার। তিনি দু’দেশের ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন ।
দিনব্যাপী শোতে বাংলাদেশ-ভারতের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ৩১টি অটোপাটর্সের প্রদর্শনী কেন্দ্র স্থান পেয়েছে। শিল্প প্রতিমন্ত্রী এসব প্রদর্শনী পরিদর্শন করেন।