ধর্মীয় সভায় বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ব্যাংক কর্মকর্তা

লাস্টনিউজবিডি, ২৩ জানুয়ারি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সভায় বক্তব্য দেওয়ার সময় আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্যাংক কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মণ (৩৭)।
শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
ধর্মীয় সভায় বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ব্যাংক কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মণ গত ১২ জানুয়ারি তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছিলেন ‘সময়ের বিধান সবাইকে মেনে নিতে হয়’। এই স্ট্যাটাস দেওয়ার ১০ দিনের মাথায় নিজের আকস্মিক মৃত্যু দিয়ে তা প্রমাণ করে গেলেন।
সোনালী ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসে প্রিন্সিপাল অফিসার হিসেবে পলাশ চন্দ্র বর্মণ কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ ওয়াহেদ্দুনবী।
ডিজিএম ইনচার্জ আরও জানান, মৃত পলাশ চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের অধিবাসী। তিনি বিবাহিত এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পার্শ্ববর্তী উলিপুর উপজেলা সদরের জোরদারপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
সোনালী ব্যাংকের প্রিন্সিপাল কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত পলাশ চন্দ্র বর্মণ পেশায় ব্যাংক কর্মকর্তা হলেও ধর্মীয় আলোচনায় পারদর্শী ছিলেন। বিভিন্ন ধর্মীয় সভায় আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হতো।
শনিবার ওই ধর্মীয় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে সভার আয়োজকরা তাকে দ্রুত জেলা সদরের জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হার্ট অ্যাটাকে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটেছে।
এদিকে শনিবার রাতেই তার মরদেহের সৎকারের জন্য তার নিজ বাড়ি লালমনিরহাটের নওদাবাসে গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
সোনালী ব্যাংকের রাজারহাট শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, মৃত পলাশ চন্দ্র বর্মন একজন দক্ষ ও দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তা ছিলেন।
এ প্রসঙ্গে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, ধর্মসভায় বক্তব্য দেওয়ার সময় একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হওয়ার কথা তারা শুনেছেন।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- ডব্লিউএইচও’র ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ীদের তালিকা প্রকাশ
- টঙ্গীতে গ্রেফতার ভুয়া ‘পিবিআই সদস্য’
- আত্মহত্যার ইঙ্গিত মিললো অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে
- লোক নিচ্ছে ওয়ালটন ডিজি-টেক
- স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরি
- জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন