আটলান্টিক মহাসাগরে নৌকায় সন্তান জন্ম দিলেন এ নারী

লাস্টনিউজবিডি, ২২ জানুয়ারি: ডিঙি নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টাকালে সন্তান জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী এক মা। স্পেনের সমুদ্ররক্ষীরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছেন।
এশিয়ার ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ নৌকায় সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করেন। নবজাতক ও তার মা দুজনেই সুস্থ আছেন।
ডয়চে ভেলের খবরে বলা হয়, স্পেনের উপকূলরক্ষীরা বুধবার রাতে দেশটির ক্যানারি দ্বীপ উপকূলীয় সমুদ্র থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভাসমান এ ডিঙিটিকে উদ্ধার করে।
ডিঙিটিতে মোট ৬০ জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে। তারা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসীদের নিয়ে কাজ করা স্পেনের বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রনটেয়ার্সের কর্মকর্তা হেলেনা মালেনো অভিবাসী মাকে ‘সাহসী’ উল্লেখ করেন জানান তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ তিনি বলেন, ‘সাহসী মা ও তার সন্তান নিরাপদেই পৌঁছেছেন৷’
লাস্টনিউজবিডি/এআর
সর্বশেষ সংবাদ
- অটোতে চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
- সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩
- গুদাম থেকে চার হাজার ৪৮৮ লিটার পাম অয়েল উদ্ধার, দোকানির জরিমানা
- একদিনে করোনা শনাক্ত ৩ লাখ
- আইসিইউতে বিএনপি নেতা মঈন খান
- ১১০ টাকায় তেল বিক্রির ঘোষণা হঠাৎ স্থগিত করলো টিসিবি
- তরুণরাই আনবে সোনালী ভবিষ্যৎ,তরুণদলের ভারতযাত্রা’২২ উদ্বোধনে তথ্যমন্ত্রী
- অভিনেত্রী পল্লবীর মৃত্যু: আটক প্রেমিক, যা জানালো পুলিশ