আমরা কেউ ‘মদ্যপ’ ছিলাম না: স্পর্শিয়া

লাস্টনিউজবিডি, ২২ জানুয়ারি: মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মধ্যরাতে পথ আটকানোর পর সড়কেই ঘণ্টাখানেক মাতলামি করেন তারা। এমনটাই দাবি করেছিল পুলিশ।
ধানমন্ডি থানা থেকে মুচলেকা দিয়ে অবশ্য ছাড়া পেয়েছেন তারা। ছাড়া পেয়ে পুলিশের দাবিকে অস্বীকার করছেন শোবিজের এ পরিচিত মুখ। স্পর্শিয়া জানান, তারা একটি পরিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর সাতমসজিদ রোডে এ ঘটনা ঘটে।
কেউ মদ্যপ ছিল না উল্লেখ করে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘কেউ ড্রাংক ছিল না। আমি তো একদমই ছিলাম না। যেকোনো ধরনের টেস্ট দিয়ে আমি প্রমাণ দিতে পারব। আমরা ফ্যামিলি প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম। ফ্যামিলি প্রোগ্রামে মানুষ কীভাবে ড্রাংক থাকে?’
আরো পড়ুন-
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা ৩ বিভাগে
ট্রেনে বিধিনিষেধ মানছে না যাত্রীরা
বাংলাদেশসহ ১০৫ দেশ পাবে সস্তায় করোনার বড়ি
অভিনেত্রী যোগ করে বলেন, ‘গাড়ি দ্রুত গতিতে ছিল না। গাড়ি ৬০ গতিতে চলছিল। আমি সামনের সিটে বসা ছিলাম। এটা কি দ্রুত গতি? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওই রাস্তায় কোনো স্পিড লিমিটও ছিল না। সাত মসজিদ রোডে টার্ন নেওয়ার পর পুলিশ এসে বলছে, আপনারা যেভাবে টার্ন নিলেন তাতে সিএনজিতে লেগে যেতে পারত। আমরা বললাম, সিএনজিতে তো লাগে নাই। আমরা কাউকে ডিস্টার্ব করছি না, শুধু শুধু কেন আমাদের থামাচ্ছেন? এটা তাদের গায়ে লেগে গেছে।’
আলাপকালে স্পর্শিয়া জানান, কোনো ক্রাইম না করে প্রায় ৩০ মিনিট রাস্তায় বসিয়ে রাখা হয়েছে তাদের। স্পর্শিয়ার বন্ধুকে রাস্তার পাশে নিয়ে কথা বলেছে পুলিশ। পুলিশ কাগজ চাওয়ার পর তারা সঙ্গে সঙ্গে গাড়ির কাজ দিয়েছেন। বাধ্য হয়ে তারা থানায় গিয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান।
থানায় নিয়ে যাওয়া হয়েছে এটিকে ভুল উল্লেখ করে স্পর্শিয়া বলেন, ‘আমরা নিজেরা থানায় গেছি। আমাদের ধরে নিয়ে যাওয়া হয়নি। থানায় যাওয়ার পর সহকারী কমিশনারের সঙ্গে আমরা কথা বলি। উনি আমাকে বাসায় চলে আসতে বলেন, কিন্তু আমি প্রাঙ্গণকে ছেড়ে আসতে চাইনি। তারপর একটা মুচলেকা দিয়ে আমরা বাসায় চলে আসছি।’
লাস্টনিউজবিডি/এআর
সর্বশেষ সংবাদ
- শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- অটোতে চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
- সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩
- গুদাম থেকে চার হাজার ৪৮৮ লিটার পাম অয়েল উদ্ধার, দোকানির জরিমানা
- একদিনে করোনা শনাক্ত ৩ লাখ
- আইসিইউতে বিএনপি নেতা মঈন খান
- ১১০ টাকায় তেল বিক্রির ঘোষণা হঠাৎ স্থগিত করলো টিসিবি
- তরুণরাই আনবে সোনালী ভবিষ্যৎ,তরুণদলের ভারতযাত্রা’২২ উদ্বোধনে তথ্যমন্ত্রী