বরিশালকে ১২৬ রানের চ্যালেঞ্জ চট্টগ্রামের

লাস্টনিউজবিডি, ২১ জানুয়ারি: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম জড়ো করেছে ১২৫ রান।
বিপিএলের নতুন আসরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যারিবীয় ওপেনার কেনার লুইস। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফরচুন বরিশাল। মাঝের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরেছিল চট্টগ্রামকে।
শেষ দিকে আবার ঝড় তুলেছেন চট্টগ্রামের ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল। তার ২০ বলে ৪১ রানের সাইক্লোন ইনিংসে ১২৫ রানের বলার মতো সংগ্রহ দাঁড় করাতে পেরেছে চট্টগ্রাম। জয় দিয়ে আসর শুরু করতে সাকিব আল হাসানের দলের লক্ষ্য ১২৬ রান। নাঈম হাসানের ওভারের দ্বিতীয় বলে রান নিতে পারেননি, তৃতীয় বলে লং-অনে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। এরপর আসা-যাওয়ার মিছিলে নামে চট্টগ্রামের ব্যাটাররা।
চতুর্থ ওভারের প্রথম বলে আলজারি জোসেফের বলে উইকেটরক্ষক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দেন আফিফ হোসেন (৬)। লম্বা সময় পর ক্রিকেটে ফেরা সাব্বির রহমান ৮ বলে ৮ রান করে ফেরেন সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়ে। উইলে জ্যাকস থিতু হওয়ার চেষ্টা করলেও দলীয় ৪২ রানের মাথায় ২০ বলে ১৬ রান করে ফেরেন লিন্টটের বলে এলবিডব্লু হয়ে।
চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২০ বল খেলে করেন ৯ রান। দলের বিপর্যয়ে একপাশ আগলে রাখতে গিয়ে রানের চাকা থামিয়ে দেন দলনেতা। দলের অন্যতম ব্যাটার শামিম হোসেন ২৩ বলে ১৪ করে ফেরেন জোসেফের বলে ক্যাচ দিয়ে। নাঈম ইসলামকেও জোসেফ ফেরান ১৫ রানে। শেষ দিকে বেনি হাওয়েলের ৪১ (২০) রানে ভর করে ৮ উইকেটে ১২৫ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরিশালের পক্ষে ৩ উইকেট নেন আলজারি জোসেফ। ২ উইকেট নেন নাঈম হাসান, ১টি করে উইকেট নেন সাকিব ও লিন্টট।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২৫/৮ (২০ ওভার)
হাওয়েল ৪১, জ্যাকস ১৬, নাঈম ইসলাম ১৫, শামীম ১৪
জোসেফ ৩২/৩ নাঈম ২৫/২, সাকিব ৯/১
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- ডব্লিউএইচও’র ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ীদের তালিকা প্রকাশ
- টঙ্গীতে গ্রেফতার ভুয়া ‘পিবিআই সদস্য’
- আত্মহত্যার ইঙ্গিত মিললো অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে
- লোক নিচ্ছে ওয়ালটন ডিজি-টেক
- স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরি
- জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন