৮ বছর যাবত রশিতে বাঁধা প্রতিবন্দ্বী আখি

লাস্টনিউজবিডি, ২১ জানুয়ারি: যে বয়সে খেলাধূলা করার কথা। অন্য দশটি শিশুর মতো স্কুলে যাওয়ার কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ৮ বছর যাবত রশিতে বাঁধা মানষিক ভারসাম্যহীন প্রতিবন্দ্বী আখি আক্তারের (১২) জীবন। অর্থের অভাবে বিনা চিকিৎসায় মানবেতর জীবন কাটাচ্ছে এই শিশু।
হতভাগ্য আখি আক্তার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিন ডেফলাই গ্রামের রিক্সাচালক আদর আলীর মেয়ে। মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই পরিবারটিও। আর্থিক সহায়তা পেলে চিকিৎসা করাতে পারবে আখিকে। শুক্রবার সরেজমিন গেলে আখির পরিবার ও প্রতিবেশীদের কথা বলে ওঠে আসে এমন তথ্য।
জানা যায়, আদর আলীর ৩ ছেলে ১ মেয়ে। এর মধ্যে সবার বড় আখি। সংসার চালাতে ঢাকায় রিক্সা চালাতো সে। তার স্ত্রী গার্মেন্টে চাকরি করতো। তাদের প্রথম সন্তান আখি। জন্মের পর আখির মায়াময়ী চেহারায় অনেক স্বপ্ন দেখেছে তার মা বাবা। কিন্তু ৪ বছর বয়সে অসুস্থ্য হয় আখি। এরপর ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করিয়েছেন। ভাল হয়নি। অবশেষে নিজ বাড়িতে এসে ছোট্র একটি কক্ষে পায়ে রশি বেঁধে কখনো গৃহবন্দ্বী করে রাখা হয় আখিকে। এভাবেই চলছে আখির ৮ টি বছর মানবেতর জীবন। আদর আলী রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। অর্থের অভাবে পারছেন না চিকিৎসার করাতে। সমাজসেবা অধিদপ্তর থেকে আখির নামে প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে। কিন্তু জুটেনি অন্য কোন সহায়তা।। ফলে চরম কষ্টে কাটছে আখির জীবন। মেয়ের কষ্টে আদর আলীও অনেকটাই দিশেহারা।
আদর আলী বলেন, রিক্সা চালাই। যা অয় হয় তা দিয়ে সংসারই চলে না। চিকিৎসা করমু ক্যামনে?
আখির মা বলেন, আমি কিছুই চাইনা। শুধু মেয়েটার চিকিৎসা করে ভাল কইরা দিলেই হবে। অহন ওর কষ্ট আর সইতে পারছি না। এ ব্যাপারে উপজেলা শিশু ও নারী নির্যাতন বিষয়ক এক কর্মকর্তা বলেন, বিষয়টি জেনে দেখতে এসেছি। সহায়তার জন্য উর্ধবতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, ওই শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যাপারে জেলা প্রশাসনকে জানানো হবে। সহায়তা পেলে আমরা পরিবারের মাঝে প্রদান করতে পারবো।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন
- ডব্লিউএইচও’র ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ীদের তালিকা প্রকাশ
- টঙ্গীতে গ্রেফতার ভুয়া ‘পিবিআই সদস্য’
- আত্মহত্যার ইঙ্গিত মিললো অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে
- লোক নিচ্ছে ওয়ালটন ডিজি-টেক