চোখে ধুলো দিয়ে ৪ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লোপাট অতঃপর অস্বীকার!

লাস্টনিউজবিডি, ২০ জানুয়ারি, তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে নগদ অর্থ সহ প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও রুপা খোয়া গিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় হারতা বাজারের মা মনি অলংকার ভবনের প্রোপাইটর অসিম বাড়ৈ।
সরেজমিনে উপস্থিত হয়ে ঘটনাক্রমে জানা যায়, গত ১৭ জানুয়ারি সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার সময়ে নিয়মিত ভাবে দোকান বন্ধ করে স্বর্ণালঙ্কারের ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে স্থানীয় কালবিলা বাড়ির উদ্দেশ্য রওনা করে অসিম বাড়ৈ, তখন শীতের রাত আরো গ্রামের পথে সকল দোকান বন্ধ ছিলো, পথে কালবিলা জে কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন কালি মন্দিরের পাশে নির্পেন মজুমদারের পিতা নিখিল মজুমদারের বন্ধ দোকান পর্যন্ত আসতেই টুলে বসা অবস্থায় দেখা হয় স্থানীয় ১. দেবদাস মন্ডল, পিতাঃ দেবদুলাল মন্ডল, ২.তপন মন্ডল, পিতাঃ সুধীর মন্ডল, ৩. নিপার মন্ডল, পিতাঃ সুধীর মন্ডল, ৪. নির্পেন মজুমদার, পিতাঃ নিখিল মজুমদার।
এসময়ে অসিম বাড়ৈ মন্দিরে প্রণাম করে নির্পেন মজুমদারের সাথে বসে টুলের উপরে হাতের অলঙ্কারের ব্যাগ রেখে দুজনে মিলে একটা সিগারেট খেতে খেতে কিছু সময় কথা বলে, অতঃপর কথা শেষ হলে বেখেয়ালিত ব্যাগ টুলের উপরে রেখে অসিম বাড়ির দিকে চলে যায়। আনুমানিক ২-৩ মিনিট পরে আবার ঐ স্থানে অলঙ্কারের ব্যাগ খুজতে আসলে ব্যাগ না পেয়ে চার জনকে একই স্থানে দেখতে পায় অসিম বাড়ৈ। তখন নির্পেন মজুমদার হাসতে হাসতে বলে “ব্যাগ পাবি আনে চল খুঁজে দেখি” তখন অসিম বাড়ৈ ভেবে নেয়, অলঙ্কারের ব্যাগ নিয়ে নির্পেন মজা করছে।
অতঃপর নির্পেন মজুমদার অস্বীকার করে বলে ব্যাগের খবর জানে না।’ অন্যদিকে ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত বাকি তিনজন বলে, তারা দেখেছে অসিম বাড়ৈ এসে ছোট একটি কালো ব্যাগ হাতে করে টুলে রাখে এবং অসিম বাড়ৈ যাওয়ার পর পর নির্পেন ব্যাগটি তার জ্যাকেটের ভেতর লুকিয়ে রাখে ও অস্বীকার করে, তখন ভাবি নির্পেন মজা করছে ব্যাগ দিবে। এরপর মোটরসাইকেল যোগে অসিম ও নির্পেন ব্যাগ খুজতে গিয়ে পরক্ষণেই ফিরে এসে অস্বীকার করে।
এবিষয়ে ভুক্তভোগী অসিম বাড়ৈ এর মানসিক ভারসাম্য একেবারেই ঠিক না থাকার কারনে তার পিতা অনিল বাড়ৈ এর সাথে কথা বলে জানা যায়, এব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্বপন সরকার, অশোক গাইন এর উপস্থিতিতে বসা হলে নির্পেন মজুমদার এর পিতা নিখিল মজুমদার ছেলের অন্যায়ের সম্পর্কে সমাধানের কথা বলে পরক্ষণেই আবার অস্বীকার করেন’।
এব্যাপারে ইতিপূর্বে উজিরপুর মডেল থানায় অভিযোগ করা হয়। এব্যাপারে উজিরপুর মডেল থানার এস আই কমল জানান, অভিযোগের আলোকে তদন্ত করছি ও তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘
লাস্টনিউজবিডি/এআর
সর্বশেষ সংবাদ
- ডব্লিউএইচও’র ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ীদের তালিকা প্রকাশ
- টঙ্গীতে গ্রেফতার ভুয়া ‘পিবিআই সদস্য’
- আত্মহত্যার ইঙ্গিত মিললো অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে
- লোক নিচ্ছে ওয়ালটন ডিজি-টেক
- স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরি
- জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
- শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- অটোতে চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু