নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্য গ্রেফতার

লাস্টনিউজবিডি, ১৯ জানুয়ারি: এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে।
আটককৃত সদস্যের নাম, আতিকুর রহমান সুইট (৫৫), পিতা: মৃত খলিলুর রহমান, স্থায়ী ঠিকানা: গ্রাম- আহম্মেদপুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা, বর্তমান ঠিকানা: গ্রাম- ফুলবাড়ীয়া রামচন্দপুর (ছাকিপাড়া), থানা- সাভার, জেলা- ঢাকা। বর্তমানে সে ইমপেক্স ল্যাবরেটরী কোম্পানীতে কর্মরত।
গ্রেফতারকালে এন্টি টেররিজম ইউনিট তার নিকট থেকে ১টি বাটন মোবাইল সেট জব্দ করেছে।
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুইট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে ‘আল্লাহর দল’র পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুইট, ডিএমপি তেজগাঁও থানার মামলা নং-১৪, তাং-০৪/০২/২০২১ খ্রি., ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)/৮/৯(৩)/১০/১১/১২ এর স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এবং তদন্তে প্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন
- ডব্লিউএইচও’র ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ীদের তালিকা প্রকাশ
- টঙ্গীতে গ্রেফতার ভুয়া ‘পিবিআই সদস্য’
- আত্মহত্যার ইঙ্গিত মিললো অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে
- লোক নিচ্ছে ওয়ালটন ডিজি-টেক
- স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরি