পাকিস্তানে বন্দি থাকলেও বাঙালির হৃদয়ে ছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

লাস্টনিউজবিডি, ১০ জানুয়ারি: বাংলাদেশকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ প্রস্তুতি ছিল। যে স্বপ্ন নিয়ে তিনি দেশ স্বাধীন করেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুরুতেই মুক্তিযুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুর পাকিস্তানের কারাগারে বন্দি জীবন ও বাংলাদেশে তার পরিবারের বন্দি জীবন নিয়ে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জাতির পিতার যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের আগেই, স্বাধীনতাবিরোধীরা নিজেদের স্বার্থে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে।
তিনি বলেন, ‘পাকিস্তানি সেনারা তাকে সে দেশে নিয়ে বন্দি করে রাখে। কিন্তু তিনি সবসময় মুক্তিকামী মানুষের পাশে ছিলেন। তিনি সশরীরে আমাদের মধ্যে ছিলেন না, কিন্তু তিনি বাঙালির হৃদয়ে ছিলেন। তার ৭ মার্চের ভাষণ ধারণ করে বাঙালি জাতি যুদ্ধ করেছে।’
বঙ্গবন্ধু কন্যা জানান, পিতার দেখানো পথ ধরে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন তিনি। এছাড়া ক্ষুধামুক্ত ও শোষণমুক্ত উন্নত বাংলাদেশ গড়তেও তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষ্যে বড় আয়োজন থাকলেও, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আয়োজন ছোট পরিসরে করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- আত্মহত্যার ইঙ্গিত মিললো অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্ত রিপোর্টে
- লোক নিচ্ছে ওয়ালটন ডিজি-টেক
- স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরি
- জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
- শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- অটোতে চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু