জয়নাল হাজারীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

লাস্টনিউজবিডি, ২৭ ডিসেম্বর: আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে জয়নাল হাজারীর মৃত্যু সংবাদে ড. হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফেনী সদর আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি আঞ্চলিক দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক জয়নাল হাজারী গণমাধ্যমসেবী হিসেবেও কাজ করেছেন উল্লেখ করেন মন্ত্রী হাছান মাহমুদ।