ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করলো নানা

লাস্টনিউজবিডি, ২৬ ডিসেম্বর: রাজশাহী নগরীর তকিপুরে কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় এক বৃদ্ধকে পিটিয়ে পুলিশে দেয় ক্ষিপ্ত জনতা।
গতকাল শনিবার দুপুরে জারমান আলী (৬১) প্রাথমিকভাবে ওই কিশোরীকে ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, জারমান আলী শুক্রবার দুপুরের দিকে ওই কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নেন। তারা পরস্পর আত্মীয় না হলেও মেয়েটি জারমানকে নানা বলে সম্বোধন করতেন। সেই সরল বিশ্বাসে সে জারমানের বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করেন জারমান। ধর্ষণ শেষে বাড়ি থেকে কিশোরীকে বের করে দেন তিনি।
ওসি মশিউর রহমান আরও বলেণ, কিশোরী বৃদ্ধের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে জারমানের অসংলগ্ন কথাবার্তায় ধর্ষণের ঘটনাটি স্পষ্ট হয়। এ সময় লোকজন তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন। এতে জারমান সামান্য আহত হন। পরে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে জারমানকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় জারমানকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্ত জারমানকে গত শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরি
- জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
- শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- অটোতে চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
- সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩
- গুদাম থেকে চার হাজার ৪৮৮ লিটার পাম অয়েল উদ্ধার, দোকানির জরিমানা