Wednesday, 24th November , 2021, 05:20 pm,BDST
Print Friendly, PDF & Email

ঢাকা বায়তুশ শরফ মাদরাসায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


লাস্টনিউজবিডি, ২৪ নভেম্বর : আগামী প্রজন্মকে খাঁটি দ্বীনদার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে মাদ্রাসা শিক্ষায় দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষা বা বাংলা অংক ইংরেজি শিক্ষারও সুন্দর সমন্বয় হয়েছে। পবিত্র মিল্লাদুন্নবী (সা) উপলক্ষে বায়তুশ শরফ মাদরাসা ঢাকার পক্ষ হতে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাহবরে বায়তুশ শরফ শায়খ আল্øামা মোহাম্মদ আবদুল হাই নদভী এ কথা বলেন।

গত ২০ নভেম্বর ২০২১ ঢাকা বায়তুশ শরফ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্য মেহমানদের মধ্যে ছিলেন বায়তুশ শরফ মসজিদের ইমাম ও খতীব মওলানা জাফর আহমদ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ঢাকা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবদুল মালেক মোল্লা, সেক্রেটারী আলহাজ কাজী আমিনুল হক, দফতর সম্পাদক জনাব হাসান ইকবাল, কেন্দ্রিয় বায়তুশ শরফের মওলানা কাজী শেহাব উদ্দীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলহাজ আবুল কাসেম (মল্লিকা) এবং আনজুমনে ইত্তেহাদ ও মাদ্রাসা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বায়তুশ শরফ শাহ মীর মুহাম্মদ আখতর হেফযখানার ছাত্র রাহাতুল ইসলাম এবং নাতে রাসূল পরিবেশন করে মুহাম্মদ আরিফুল ইসলাম। মাদ্রাসার পরিচালক ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী স্বাগত বক্তব্য রাখেন। পবিত্র পবিত্র মীলাদুন্নবী (সা) উদযাপন উপলক্ষে বায়তুশ শরফ মাদরাসা ঢাকায় দুদিন ব্যাপি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিনের প্রতিযোগিতা ছিল বায়তুশ শরফ মাদ্রাসা ঢাকার ছাত্রদের নিয়ে। দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন মাদরাসার ছাত্ররা অংশ নেয়। দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ২৬ জন ছাত্র বিজয়ী হয়। পরীক্ষায় মেধাস্থান অর্জনকারীসহ মোট ৮৬ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সূচনাপর্বে ছাত্ররা বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। তন্মধ্যে অজু করার নিয়ম, তায়াম্মুমের নিয়ম, পাঁচ কলেমা অর্থসহ বলা প্রভৃতি ইভেন্টে অংশ নেয়। তন্মধ্যে ক্ষুদে ইমামের ইমামতিতে দু রাকাত নামায আদায় ও ইংরেজি আরবি হস্তলিপি প্রদর্শনী উপস্থিত মেহমানদের অভিভূত করে।

রাহবরে বায়তুশ শরফ শায়খ আল্øামা মোহাম্মদ আবদুল হাই নদভী তার ভাষণে বায়তুশ শরফের মরহুম পীর ছাহেবগণের স্মৃতিচারণ করে তাদের দেখানো পথে দীনি খেদমত ও গণমানুষের সেবায় অবদান রাখার জন্য বায়তুশ শরফের ভক্তদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষভাগে তিনি বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ঢাকা শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ আবদুল মালেক মোল্লা সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামের খেদমতে ও দেশসেবায় বায়তুশ শরফের অবদানের উপর আলোকপাত করেন। তিনি বলেন, আজ ছাত্রদের প্রদর্শনী দেখে আমরা সবাই অভিভূত হয়েছি। আগামীতে এরাই দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে।

বিভিন্ন মাদরাসার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:

বিষয়: কিরাত-ক-গ্রুপ (অনূর্ধ্ব ১২বছর)
১ম স্থান: মুহাম্মদ আব্দুল্লাহ শাকির, পিতা: মুহাম্মদ জাহিদ হাসান, এহসানুল উলুম মাদ্রাসা, দক্ষিণ পাইকপাড়া, ঢাকা। ২য় স্থান: মুহাম্মদ রাহাতুল ইসলাম, পিতা: মুহাম্মদ নূরুল ইসলাম মুন্সি, বায়তুশ শরফ মাদ্রাসা, ফার্মগেট, ঢাকা। ৩য় স্থান: মুহাম্মদ মুন্তাসির মুকীম, পিতা আব্দুল লতীফ তালুকদার, বায়তুশ শরফ মাদ্রাসা, ফার্মগেট, ঢাকা।

বিষয়: কিরাত -খ-গ্রুপ (অনূর্ধ্ব ১৬বছর)
১ম স্থান (যৌথভাবে) মুহাম্মদ তাহজিব, পিতা: মুহাম্মদ কামাল উদ্দীন, বায়তুশ শরফ মাদ্রাসা, ফার্মগেট, ঢাকা ও নূর মুহাম্মদ, পিতা: মুহাম্মদ জাকির হোসেন, হাজী আব্দুল মিয়া মাদরাসা, পশ্চিম নাখালপাড়া, ঢাকা, ২য় স্থান (যৌথভাবে ২ জন) তানভির আহমদ. পিতা: মুহাম্মদ বাচ্চু ভ্ইুঁয়া, বায়তুশ শরফ মাদ্রাসা, ফার্মগেট, ঢাকা ও তামিম শাহ, পিতা: মুহাম্মদ জামাল শাহ, রওজাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, ফিউচার টাউন, মোহাম্মদপুর, ঢাকা, ৩য় স্থান (যৌথভাবে) মুহাম্মদ আমিনুল, পিতা: মাহফুজুর রহমান, রওজাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, ফিউচার টাউন, মোহাম্মদপুর, ঢাকা ও মুহাম্মদ রাকিবুল হাসান, পিতা: মুহাম্মদ আখতারুজ্জমান, রওজাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, ফিউচার টাউন, মোহাম্মদপুর, ঢাকা।

বিষয়: নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: ক-গ্রুপ (অনুর্ধ্ব ১২ বছর)

১ম স্থান: মুহাম্মদ আসিফ নোমান, পিতা মুহাম্মদ শাহাব উদ্দীন, গাউসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা।

২য় স্থান: (যৌথভাবে) মুহাম্মদ সিয়াম আহমদ. পিতা: মুহাম্মদ মোস্তফা কামাল, গাউসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা ও মুহাম্মদ ইকরামুল আহসান, পিতা: ইমামুল আহসান, বায়তুশ শরফ মাদ্রাসা, ফার্মগেট, ঢাকা। ৩য় স্থান: মুহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা: মুহাম্মদ শাহ জালাল, গাউসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা।

বিষয়: নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ-গ্রুপ, (অনূর্ধ্ব ১৮ বছর)

১ম স্থান: মুহাম্মদ রাফিউল হোসাইন, পিতা: মুহাম্মদ দিলাওয়ার হোসাইন, মা‘হাদুল কিরাআত বাংলাদেশ, ২য় স্থান: নূর মুহাম্মদ, পিতা: মুহাম্মদ জাকির হোসেন, হাজী আব্দুল মিয়া মাদরাসা, পশ্চিম নাখালপাড়া, ঢাকা। ৩য় স্থান: মুহাম্মদ মিরাজ হোসাইন, পিতা: মুহাম্মদ হুমায়ুন কবির, সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকা।

বিষয়: হিফযুল কুরআন (১০ পারা গ্রুপ)

১ম স্থান: মুহাম্মদ মারগুব হোসেন, পিতা: মুহাম্মদ মাহফুজুর রহমান, জামিয়া রাওজাতুল উলুম, উত্তরা, ঢাকা। ২য় স্থান: সিয়াম আহমদ, পিতা: মোস্তফা কামাল, গাউসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা। ৩য় স্থান: মুহাম্মদ আবিদ হাসান, পিতা: মুহাম্মদ জামিল আহমদ, রওজাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, ফিউচার টাউন, মোহাম্মদপুর, ঢাকা।

বিষয়: হিফযুল কুরআন (২০ পারা গ্রুপ)

১ম স্থান: মুহাম্মদ মিনহাজুল ইসলাম, পিতা: আরশি আলম, জামিয়া রাওজাতুল উলুম, ঢাকা, উত্তরা, ২য় স্থান: মুহাম্মদ আশরাফুজ্জামান, পিতা: মুহাম্মদ আসাদুজ্জামান, জামিয়া রাওজাতুল উলুম, ঢাকা, উত্তরা, ৩য় স্থান: মুহাম্মদ ফাহাদ, পিতা: শফিকুল ইসলাম, মাদরাসাতুল মাদীনাহ, নবাবপুর, ঢাকা।

বিষয়: হিফযুল কুরআন (৩০ পারা গ্রুপ)

১ম স্থান: মুহাম্মদ আমিনুল, পিতা: মাহফুজুর রহমান, রওজাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, ফিউচার টাউন, মোহাম্মদপুর, ঢাকা, ২য় স্থান: মুহাম্মদ কামরুল হাসান, পিতা: মুহাম্মদ আলী আহমদ, জামিয়া রাওজাতুল উলুম, ঢাকা, উত্তরা, ৩য় স্থান: মুহাম্মদ রাকিবুল হাসান, পিতা: মুহাম্মদ আখতারুজ্জামান, রওজাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, ফিউচার টাউন, মোহাম্মদপুর, ঢাকা।

বিষয়: বক্তৃতা প্রতিযোগিতা

১ম স্থান: মুহাম্মদ ইলিয়াস রহমান, পিতা: মুহাম্মদ শফিকুল আলম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা।

পবিত্র মীলাদুন্নবী (সা) উদযাপন উপলক্ষে ২১ অক্টোবর ২০২১ তারিখে বায়তুশ শরফ মাদ্রাসা, ঢাকার নিজস্ব ছাত্রদের মাঝে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

লাস্টনিউজবিডি/এমবি

সর্বশেষ সংবাদ

আপনার মতামত দিন
Print Friendly, PDF & Email
youtube
app
walton
Nitol
পেপার কর্ণার
Lastnewsbd.com
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >

অ্যালার্জি আছে এমন কারো করোনা টিকা নেওয়া উচিত নয় বলেছেন ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। আপনি কি এর সাথে একমত?

View Results

Loading ... Loading ...
আর্কাইভ
মতামত
শেখ পরশের ভিশনারি নেতৃত্বে মানবিক যুবলীগের দুই বছর
।।মানিক লাল ঘোষ।। "আমার চেষ্টা থাকবে যুব স...
বিস্তারিত
সাক্ষাৎকার
সফল হওয়ার গল্প, সাফল্যের পথ
।।আলীমুজ্জামান হারুন।। ১৯৮১ সালে যখন নিটল মটরসের য...
বিস্তারিত
জেলার খবর
Rangpur

  রংপুরের খবর

 • এক কলাগাছে ১০ মোচা!
 • আকস্মিক বন্যা: হাতীবান্ধায় প্রায় ১২ কোটি টাকার ক্ষতি
 • আকস্মিক বন্যায় বিধ্বস্ত লালমনিরহাট, এখনো বিদ্যুৎ নেই ২ উপজেলায়

অ্যালার্জি আছে এমন কারো করোনা টিকা নেওয়া উচিত নয় বলেছেন ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। আপনি কি এর সাথে একমত?

 • হ্যা (59%, ১০৬ Votes)
 • না (26%, ৪৭ Votes)
 • মতামত নাই (15%, ২৬ Votes)

Total Voters: ১৭৯

Start Date: ডিসেম্বর ৯, ২০২০ @ ৮:২১ অপরাহ্ন
End Date: No Expiry

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি মনে করেন আসন্ন ‘বড় দিন’ মহামারির জন্য বড় চ্যালেঞ্জ। আপনি কি তার এই মন্তব্যকে যথাযোগ্য মনে করেন?

 • হ্যা (0%, ০ Votes)
 • না (0%, ০ Votes)
 • মতামত নাই (100%, ০ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ৮, ২০২০ @ ২:০৩ অপরাহ্ন
End Date: No Expiry

জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, নাক দিয়েও মস্তিস্কে করোনা হানা দেয়। আপনি কি মনে করেন মস্তিস্কে করোনার আক্রমণ রক্ষার্থে মাস্ক ই যথেষ্ট?

 • হ্যা (75%, ৬ Votes)
 • না (13%, ১ Votes)
 • মতামত নাই (12%, ১ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ২, ২০২০ @ ৩:১৯ অপরাহ্ন
End Date: No Expiry

মডার্নার, ফাইজারের করোনা ভাইরাসের টিকার মধ্যে মডার্নার টিকার উপর কি আপনার আস্থা বেশি ?

 • মতামত নাই (100%, ১ Votes)
 • হ্যা (0%, ০ Votes)
 • না (0%, ০ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ২, ২০২০ @ ৯:১৯ পূর্বাহ্ন
End Date: No Expiry

মার্কিন টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার দাবি করেছেন অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর ওপর এ টিকা ১০০ শতাংশ কাজ করেছে। আপনি কি শতভাগ ফলপ্রসু মনে করেন?

 • হ্যা (100%, ১ Votes)
 • না (0%, ০ Votes)
 • মতামত নাই (0%, ০ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ১, ২০২০ @ ১২:৫১ অপরাহ্ন
End Date: No Expiry

 Page ১ of ২  ১  ২  »