আবাসিক ও বানিজ্যিক কাজে গ্যাস সংযোগ দেয়ার দাবি

লাস্টনিউজবিডি, ১৮ নভেম্বর : দীর্ঘ ছয় বছর ধরে গ্যাস সংযোগ বন্ধ থাকায় বৈধ সংযোগধারির চেয়ে অবৈধ সংযোগধারির সংখ্যা কয়েকগুন ছাড়িয়ে গেছে। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে গ্যাস কার্যক্রমের সাথে জড়িত প্রায় এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারি বেকার জীবন যাপন করছে। ফলে অবিলম্বে আবাসিক ও বানিজ্যিক কাজে গ্যাস সংযোগ চালু করার জন্য তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানাই।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস কøাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন, তিতাস গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম মাহমুদ। উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মোঃ জাকির খান। মোঃ আবুল হাসেম পাটোয়ারী, মোঃ রফিকুল ইসলাম,মোঃ রিয়াজুল ইসলাম রুমান প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, পেট্রো বাংলার আওতায় যে সকল কোম্পানি গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সে সব এলালায় অবৈধ গ্যাস সংযোগ বৃদ্ধি পাচ্ছে। নিম্মমানের গ্যাস পাইপ লাইনে মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ নেয়ায়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। তিতাস গ্যাস কোম্পানির ইস্যুকৃত চাহিদাপত্রের অর্থ পরিশোধকারী নতুন গ্রাহকের সংখ্যা প্রায় ৮৬ হাজার জন। এই গ্রাহকগন সংযোগ পেলে সরকারের বিপুল পরিমান রাজস্ব আদায় হতো। এছাড়াও চুলা বৃদ্ধির œইস্যুকৃত চাহিদা পত্রের অর্থ পরিশোধকারী গ্রাহকের সংখ্যা প্রায় ২৫ হাজার জন।
নেতৃবৃন্দ বলেন, অনুমোদিত অপেক্ষামান আবাসিক সকল গ্রাহককে গ্যাস সংযোগ দিতে হবে। মজাকৃত চাহিদাপত্রের অর্থ ফেরতের সিদ্ধান্ত মানি না। গ্যাস সংযোগ বন্ধ থাকায় তার সুফল সরকার ,জনগন ও কোম্পানি কেউ পাচ্ছে না ক্ষতির মুখে পড়তেছে তিতাস গ্যাস কোম্পানি।
নেতৃবৃন্দ আরো বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার,সারা বাংলায় থাকবে না আর বেকার’ প্রধানমন্ত্রীর কাছে এ অঙ্গিকার বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করি।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জনাব নেছার আহমদ। মঞ্চে আছেন, তিতাস গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম মাহমুদ, সমিতির সভাপতি মোঃ জাকির খান। মোঃ আবুল হাসেম পাটোয়ারী, মোঃ রফিকুল ইসলাম,মোঃ রিয়াজুল ইসলাম রুমান।
প্রেস বিজ্ঞপ্তি।
লাস্টনিউজবিডি/এমবি
সর্বশেষ সংবাদ
- পদ্মা সেতুর ৪২টি পিলার সাহসী বাংলাদেশের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা
- সিনিয়র সহকারী সচিব পদে ১১৭ কর্মকর্তার পদোন্নতি
- এবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও নিষিদ্ধ হচ্ছে বাইক!
- গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ
- শিক্ষককে পিটিয়ে হত্যা: অভিযুক্ত সেই ছাত্র গ্রেফতার