ডিএসইতে প্রথম ঘণ্টায় ৭০০ কোটি লেনদেন

লাস্টনিউজবিডি, ৮ সেপ্টেম্বর : শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ সেপ্টেম্বর) লেনদেন শুরু হয়েছে। মূল্য সূচকের বড় উত্থানের মাধ্যমে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনেই ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে মূল্য সূচক। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। এতে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট বেড়ে যায়।
আরও পড়ুন:
- লন্ডনের উদ্দেশে পররাষ্ট্র সচিব, বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক কাল
- যেভাবে বুঝবেন আপনি ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত কি না
- মেক্সিকোতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প
লেনদেনের প্রথম ২০ মিনিট সূচকের বড় উত্থান প্রবণতা অব্যাহত থাকে। এতে ১০টা ২০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ৫২ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর দাম বাড়ার তালিকা থেকে বেশকিছু প্রতিষ্ঠান দরপতনের তালিকায় চলে যায়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও কমতে থাকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১০ মিনিটের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২৫ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১১ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৯টির। আর ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭৮০ কোটি ৭৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৪১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
লাস্টনিউজবিডি
সর্বশেষ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ