মায়ের দাফন শেষে ফেরার সময় ছেলের মৃত্যু

লাস্টনিউজবিডি, ৮ এপ্রিল: জর্ডান প্রবাসী মো. নজরুল ইসলাম মুন্সি (৫০) সম্প্রতি মায়ের মৃত্যুর সংবাদ শুনে দেশে এসে অংশ নিয়েছিলেন দাফন ও দোয়া অনুষ্ঠানে।
গত মঙ্গলবার ফিরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায়, তার করোনা হয়েছে। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই সেখানে মারা যার নজরুল।
নজরুলের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে। তার বাবার নাম বারেক মুন্সি (মৃত)। গতকাল বুধবার স্বাস্থ্যবিধি মেনে তাকে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। পৌরসভার সাবেক কাউন্সিলর মো. বাবুল সিকদারের নেতৃত্বে উজিরপুরের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে নজরুলের দাফন সম্পন্ন হয়।
এদিকে করোনার সংক্রমণের আশঙ্কায় নজরুল ইসলামের পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর মো. বাবুল সিকদার জানান, ‘সামাজিক দুরত্ব ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিথি মেনেই আমি ও আমার টিম নজরুলকে দাফন করেছি।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed