মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ল ১০ গাড়ি

লাস্টনিউজবিডি, ৮ এপ্রিল: ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে চলন্ত অবস্থায় ফেরিতে আগুন লাগার ঘটনায় ১০টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক পারভেজ খান।
ফেরিঘাটের ব্যবস্থাপক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে কলমিলতা নামের ফেরি ১৬টি গাড়ি নিয়ে ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ একটি মালবাহী গাড়িতে আগুন লেগে যায়। আগুন পাশের গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ১০টি মালবাহী গাড়ি পুড়ে গেছে।
বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ খান জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করে আছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed