চুল পড়া কমাবে রসুন

লাস্টনিউজবিডি, ৭ এপ্রিল: চুল পড়ার সমস্যায় জর্জরিত নারী কিংবা পুরুষ উভয়েই। শারীরিক সমস্যা, দূষণ, মানসিক চাপ চুল পড়ার জন্য দায়ী। তবে কিছু কিছু ক্ষেত্রে চুল পড়ার বিষয়টা জিনগত হয়ে থাকে। স্বাভাবিকভাবে দৈনিক ৫০ থেকে ১০০টি চুল পড়ে যেতে পারে। কিন্তু প্রতিদিন যদি এর থেকেও বেশি চুল পড়তে শুরু করে, তবে বিষয়টি অবশ্যই চিন্তার।
তাইতো সঠিক সময়ে চুলের সঠিক পরিচর্যার দিকে একটু বেশি মনোযোগ দেয়া প্রয়োজন। অনেকেই সময়ের অভাবে চুলের পরিচর্যা করতে পারেন না। কিন্তু ব্যাপারটি একদমই সঠিক নয়। চুলের যত্ন নিতে গেলেই যে প্রচুর সময় ব্যয় করতে হবে কিংবা তা খরচ সাপেক্ষ হবে, তা কিন্তু নয়। কম খরচে, সামান্য কিছু ঘরোয়া জিনিসও হয়ে উঠতে পারে আপনার চুল পরিচর্যার উপকরণ। এক্ষেত্রে রসুনও চুল পড়া রোধে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে আরও কিছু ঘরোয়া উপাদান, যা চুল পড়া কমায়। চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া রোধে জাদুর মতো কাজ করে যেসব ঘরোয়া উপাদান-
তাজা অ্যালোভেরার জেল ম্যাসাজ করলে চুল পড়া কমে যায়।
রসুন পেস্ট করে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের গোড়ায় নারকেলের দুধ ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর আগে রোজমেরি এসেনশিয়াল অয়েল ম্যাসাজ করুন চুলে। পরদিন মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে নিন চুল।
চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতে কার্যকর পেঁয়াজের রস। সরাসরি পেঁয়াজের রস চুলের গোড়ায় ম্যাসাজ করে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- করোনা দল চেনে না, সবাই এই ভাইরাসের শিকার: কাদেরলাস্টনিউজবিডি, ১৩ এপ্রিল: রাজনীতি জনগণের জন্য। করোনা দল চেনে না, সবাই এই ভাইরাসের শিকার হতে পারে। সুতরাং, করোনা নিয়ে রাজনীতি না করে সরকারকে প্রয়োজনে গঠনমূলক পরামর্শ দিন। এই মহামারি থেকে উত্তরণে সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী […]
- করোনায় ডায়াবেটিস রোগীদের ঝুঁকি বেশিলাস্টনিউজবিডি, ১৩ এপ্রিল: ডায়াবেটিস রোগীরা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হন এ তথ্য ঠিক নয়। যে কেউই করোনা আক্রান্ত হতে পারেন। তবে, ডায়াবেটিস রোগীরা করোনা আক্রান্ত হলে, বেশি জটিলতায় ভুগতে পারেন বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ ব্যাপারে ইউনাইটেড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালটেন্ট ডা. প্রশান্ত প্রসূন দে বলেন, ডায়াবেটিস রোগীর করোনাভাইরাস সংক্রমণে দেহের বিভিন্ন প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবার […]
- করোনায় আরও ৬৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০২৮লাস্টনিউজবিডি, ১৩ এপ্রিল: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ৬০২৮ জন। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৬১৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে […]
- পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষীদের সার্বজনীন উৎসব : তথ্যমন্ত্রীলাস্টনিউজবিডি, ১৩ এপ্রিল: বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বাংলা নববর্ষ বরণকে বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতি ও জনগোষ্ঠীর নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। […]
- ‘পাঠান’র শুটিংয়ে করোনার হানা, কোয়ারেন্টিনে শাহরুখলাস্টনিউজবিডি, ১৩ এপ্রিল: ‘পাঠান’র শুটিংয়ে করোনার হানা, কোয়ারেন্টিনে শাহরুখ খানশাহরুখ খানমহামারি করোনা ভাইরাসের মধ্যেই চলছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার শুটিং। তবে লকডাউনের কারণে সিনেমাটির শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হুট করেই সিনেমাটির ইউনিটের কয়েকজন সদস্যের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে নিজেকে কোয়ারেন্টিন করেছেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুটিংয়ে ‘পাঠান’র কলাকুশলীরা […]
- শেষ হলো জনপ্রিয় নাট্য সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’লাস্টনিউজবিডি, ১৩ এপ্রিল: এই সময়ে দেশীয় মিডিয়ায়, বিনোদন মাধ্যমে যে ক’টি নাট্য সিরিজ দাপিয়েছে তার মধ্যে অন্যতম ‘ব্যাচেলর পয়েন্ট।’ ভক্তদের মুখে মুখে মারজুক রাসেলের ‘এ এ এ এ এহ…’ কিংবা কাবিলার নোয়াখালীর সংলাপ। সময়ের দর্শকপ্রিয় নাট্য সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির শুরু থেকেই সিজন ১ ও ২ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নির্মাতা কাজল আরেফিন অমি। এই […]
Comments are closed