অবিশ্বাস্য হলেও সত্যি

লাস্টনিউজবিডি, ৭ এপ্রিল: চীনে এক মায়ের অনেক বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের সঙ্গে বিয়ে হয় তারই দত্ত্বক নেয়া ছেলের। অবিশ্বাস্য হলেও সত্যি।
জিয়াংসু প্রদেশের সুঝৌউতে এ ঘটনা ঘটেছে গত ৩১শে মার্চ।
টাইমস নাউ নিউজ অনুযায়ী, এক মায়ের কন্যা হারিয়ে গিয়েছিলেন অনেক আগে। ওই নারী দীর্ঘ সময় হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেরিয়েছেন। তাকে কোথাও না পেয়ে শেষ পর্যন্ত ওই ছেলেকে দত্তক নেন। কিন্তু মায়ের মন! তিনি যেখানেই যান, সেখানেই নিজের সেই মেয়েকে খুঁজে ফেরেন। তাই ছেলের বিয়ে দিতে গিয়ে তার নজরে পড়ে কনের হাতের একটি জন্মদাগ। তার সন্দেহ হয়। তার মেয়ের হাতেও তো এমন জন্মদাগ ছিল। তিনি সঙ্গে সঙ্গে কনের পিতামাতার কাছে যান। তাদের কাছে জানতে চান, তারা এই মেয়েকে কোথাও থেকে দত্তক এনেছেন কিনা। এমন প্রশ্নে অনেকদিন পিছনে ফিরে যান তারা।
কনের পিতামাতা তাকে জানান, এখন থেকে ২০ বছর আগে রাস্তার পাশে পেয়েছিলেন এই মেয়েটিকে। তারপর তাকে তারাই পালছেন। এ কথা শুনে কান্নায় ভেঙে পড়েন কনে। কারণ, তিনি কোনোদিন কল্পনাও করতে পারেননি তাকে যারা পালছেন, তারা তার আপন পিতামাতা নয়। বরের মা তাকে বর্ণনা দেন নিজের হারিয়ে যাওয়া মেয়ে সম্পর্কে। এমনিতেই বিয়ের অনুষ্ঠান হয় আনন্দের, তার সঙ্গে কনে তার নিজের মাকে ফিরে পেয়ে সেই আনন্দ যেন আরো কয়েকগুন বেড়ে গেল।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed