বাসের ধাক্কায় নিউমার্কেটে সিএনজিচালক নিহত

লাস্টনিউজবিডি, ৭ এপ্রিল: রাজধানীর নিউমার্কেটে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক সিএনজিচালক নিহত হয়েছেন। নিহতের নাম গোলাম মোস্তফা (৬০)।
আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিএনজিচালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী শিপু হালদার জানান, নিউমার্কেট সংলগ্ন রাস্তায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে যায় ও চালক আহত হয়। সিএনজির চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত গোলাম মোস্তফা রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন। তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনায় ঠিকানা বাসের চালক জালালকে (৩০) আটকে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed