নর্থ ওয়েস্টে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

লাস্টনিউজবিডি, ১৯ মার্চ: দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের সোয়াইজার রেনেকে এলাকার আমালিয়া রোডে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও তিনজন।
গত বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জের ইকবাল হোসেন ও বরিশালের মো. লালন মিয়া।
আহতরা হলেন, মৌলভীবাজারের মুহাম্মদ সৌরভ, সিলেট শহরের নাজিম হুসেইন ও বিশ্বনাথ উপজেলার মুহাম্মদ রহমত আলী। বর্তমানে তারা স্থানীয় ক্লার্সডর্প হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় বাংলাদেশিরা জানান, একটি পাইকারি বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন ওই পাঁচ বাংলাদেশি। পথে সোয়াইজার রেনেকে এলাকায় উল্টে যায় তাদের গাড়ি।
গুরুতর আহত পাঁচ বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করানো হলে পরদিন রাতে (বৃহস্পতিবার) ইকবাল হোসেন ও লালন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed