ঝিনাইদহে সাড়ে ১৪ কেজি রূপাসহ যুবক আটক

লাস্টনিউজবিডি, ১৩ মার্চ: ঝিনাইদহে পাচারের সময় ১৪ কেজি ৫শ’গ্রাম রূপাসহ আব্দুর রশিদ (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রশিদ চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ফুলবাড়ী মালিথাপাড়ার জামাত আলীর ছেলে।
ডিবি পুলিশের (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপা পাচারের খবর পেয়ে ভেটেরিনাররি কলেজের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। এসময় সন্দেহ হলে মোটরসাইকেল যোগে দর্শনা থেকে ফরিদপুরগামী আব্দুর রশিদের গতিরোধ করে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে ১৪ কেজি ৫শ’গ্রাম রূপা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের হয়েছে।
লাস্টনিউজবিডি/আইএইচই
সর্বশেষ সংবাদ
Comments are closed