দেখামাত্রই গুলি, হুমকি মিয়ানমার সেনার

লাস্টনিউজবিডি, ০৫ মার্চ: মিয়ানমারে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সেনাবাহিনী চলমান আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির হুমকি দিয়েছেন। ভিডিও শেয়ারিংঅ্যাপ টিকটকে এ হুমকি দিয়েছেন সেনাসদস্যরা। ডিজিটাল অধিকার রক্ষায় কাজ করা গবেষণা প্রতিষ্ঠান মিয়ানমার আইসিটি ফর ডেভেলপমেন্টের (মিডো) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে বুধবার ‘সবচেয়ে রক্তাক্ত দিনের’ পর গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীরা রাজপথে অবস্থান নিয়েছিলেন। শুধু বুধবারই নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৮ জন নিহত হয়েছেন। আর সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০-এর কোটায়। এমন পরিস্থিতিতে আবারও গুলির হুমকি দিল সেনাশাসক।
মিডো জানিয়েছে, তারা সামরিক বাহিনীর পক্ষে তৈরি করা আটশর বেশি ভিডিও পেয়েছেন যেখানে বিক্ষোভকারীদের হুমকি দেওয়া হয়েছে।
মিডোর নির্বাহী পরিচালক টাইকে টাইকে অং বলেন, টিকটকে ইউনিফরম পরা সেনা ও পুলিশ সদস্যদের শত শত ভিডিও রয়েছে। ‘এটি শুধু হিমশৈলের অগ্রভাগ’। এক ভিডিওতে সেনাদের বলতে শোনা যায়, যাকে দেখব তাকেই গুলি করব। তবে এ বিষয়ে সেনাবাহিনী ও জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed