ভোট দেওয়ার সময় স্ট্রোক করে বৃদ্ধার মৃত্যু

লাস্টনিউজবিডি, ২৮ ফেব্রুয়ারি: নোয়াখালীর সেনবাগে ভোট দিতে এসে কেন্দ্রে প্রবেশ করে ভোট দেওয়ার আগ মুহুর্তে মো. খোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত খোরশেদ আলম লুধুয়া দক্ষিণ পাড়ার জুলফিকার সাহেবের বাড়ীর বাসিন্দা ছিলেন।
আজ রবিবার উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন :
সেক্স টয় ও যৌন উদ্দীপক পণ্য বিক্রির দায়ে গ্রেফতার ৬
ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতন
পাকিস্তানে দেখা মিললো হুবহু আরেক ঐশ্বরিয়ার!
জানা গেছে, সম্প্রতি কেশরপাড় ১ নম্বর ওয়ার্ড লুধুয়া-কলাবাড়িয়ার ইউপি সদস্য (মেম্বার) মোসুদুর রহমান প্রকাশ মুছা মিয়া মেম্বারের মৃত্যুর পর ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করা হয়। আজ রবিবার সকাল ৮টা থেকে ওয়ার্ডটিতে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন খোরশেদ আলম। ভোট দেওয়ার সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন এসে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। এর তাকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘ভোট দিতে আসার পর মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) তিনি মারা গেছেন। এর আগেও তিনি কয়েক বার স্ট্রোক করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। খোরশেদের মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত, নির্বাচন অনুষ্ঠিত ওয়ার্ডটিতে মেম্বার পদে ৫জন প্রার্থীতা করছেন। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৮১৩ জন, যার মধ্যে ১৪১৭ জন পুরুষ ও ১৩৯৫ জন নারী ভোটার রয়েছে। নির্বাচনে সহিংসতা এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৩ জন পুলিশ, ১৬ জন র্যাব ও ২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed