বিইউপিতে ‘আইটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

লাস্টনিউজবিডি, ২৮ ফেব্রুয়ারি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এ (বিইউপি) ‘আইটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত হয়েছে।
বিইউপি’র ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনলাইনে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, সরকারী কর্মকর্তা, ইন্ডাস্ট্রি সম্পর্কিত কর্মকর্তা এবং নীতি নির্ধারকদের মধ্যে তথ্য আদান-প্রদান এবং বাংলাদেশ ও বহিবিশ্বের সাথে একটি শক্তিশালী নেটওয়ার্কিং সহযোগিতা তৈরি করার লক্ষ্যে গতকাল শনিবার সম্মেলনের আয়োজন করা হয়।
দু’দিনব্যাপী সম্মেলনের আজ রবিবার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি এবং পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর এম আবুল কাশেম মজুমদার, পিএইচডি। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, পিএসসি, ডিন, এফএসটি প্রোগ্রামে কনফারেন্স চেয়ার হিসেবে যুক্ত ছিলেন।
সমাপনী দিনের প্রবন্ধ বক্তা হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন প্রফেসর আজিজুর রহমান, সিটি ইউনিভার্সিটি, লন্ডন এবং প্রফেসর কার্ল এন্ডারসন, পারভাসিব অ্যান্ড মোবাইল কম্পিউটিং, লুলেই ইউনিভার্সিটি অব টেকনোলজি, সুইডেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং দেশ ও বিদেশ থেকে আমন্ত্রীত অতিথিরা।
সম্মেলনে বিশ্বের ১১টি দেশের গবেষকগণ স্বাস্থ্য, ব্যবসা, কৃষি, ইন্ডাস্ট্রি, এবং আধুনিক শহর ইত্যাদি বিষয়ের উপর ৩১০টি গবেষণাপত্র দাখিল করেন। এগুলো মধ্যে ৯৭টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য অনুমোদন করা হয়।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed