প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশের সংঘর্ষ, আহত ৩৫

লাস্টনিউজবিডি, ২৮ ফেব্রুয়ারি: রাজধানীর প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ।
আজ রোববার সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
এ সময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। বিপরীতে পুলিশরা ছাত্রদলকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে।
এক পর্যায়ে জাতীয় প্রেসক্লাবের বাইরে থেকে ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে ছাত্রদল। সমাবেশের এক পর্যায়ে অনেক কর্মীকে মোটরসাইকেল ভাঙচুর ও আশেপাশের ভবন ভাঙচুর করতে দেখা যায়। অনেক সাংবাদিকও আহত হন।
পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ছাত্রদলের কর্মীরা। এরপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে পড়ে আর প্রেসক্লাবের গেট বন্ধ করে দেয়া হয়।
এরপর পুলিশ প্রেসক্লাব চত্বরে ঢুকে পড়লেও সেখানে বিএনপির নেতাকর্মীদের পাওয়া যায়নি তারা প্রেসক্লাব ভবনে ঢুকে পড়ে। আর প্রেসক্লাবের মূলভবনে পুলিশকে ঢুকতে না দেয়ায় নেতাকর্মীদের আর খুঁজে পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে আনে।
এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেয়ার কথা থাকলেও তিনি আসার আগেই সেখানে রণক্ষেত্রে পরিণত হয়।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed