এক মেয়েকে বাঁচাতে অন্য মেয়েকে বিক্রি করলেন দিনমজুর বাবা

লাস্টনিউজবিডি, ২৭ ফেব্রুয়ারি: এক মেয়েকে বাঁচাতে অন্য মেয়েকে বিক্রি করেছেন এক দরিদ্র দম্পতি। সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এই ঘটনা ঘটে।
জানা গেছে, বড় মেয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা। চিকিৎসা করানোর সামর্থ্য নেই দিনমজুর বাবা-মায়ের। তাই চিকিৎসার টাকার জন্য নিজেদের ছোট মেয়েকে বিক্রি করেছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এক দম্পতি।
আরো পড়ুন :
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পেল বাংলাদেশ
জিয়া স্বাধীনতার মূল্যবোধকে নির্বাসনে পাঠিয়েছিলেন: ওবায়দুল কাদের
জাতিসংঘের পদক্ষেপ চান মিয়ানমারের রাষ্ট্রদূত
খবর পেয়ে গত বৃহস্পতিবার ওই কিশোরীকে উদ্ধার করে দেশটির মহিলা ও শিশু কল্যাণ দফতরের কর্মকর্তারা। আপাতত তাকে শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তার কাউন্সেলিং করানো হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নেল্লোরের ওই দম্পতি দিনমজুরের কাজ করেন। তারা নিজেদের ১২ বছরের মেয়েকে বিক্রি করেন ৪৬ বছরের চিন্না সুবাইয়া নামক এক ব্যক্তির কাছে। মেয়ের জন্য ২৫ হাজার টাকা চাইলেও, শেষমেশ ১০ হাজার টাকা পান তারা।
তারপর নাবালিকাকে দামপুরে আত্মীয়ের বাড়িয়ে নিয়ে আসেন সুবাইয়া। সেখানেই গত বুধবার সুবাইয়ার সঙ্গে বিয়ে হয় ওই কিশোরীর। কিন্তু ওই কিশোরীর চিৎকার ও কান্না শুনে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা বিষয়টি নিয়ে সুবাইয়াকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মহিলা ও শিশু কল্যাণ দফতরে খবর দেওয়া হলে তারা কিশোরীকে উদ্ধার করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত সুবাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশের এক অফিসার জানিয়েছেন, সুবাইয়ার স্ত্রী দাম্পত্য কলহের জেরে তাকে ছেড়ে চলে গিয়েছেন। দিনমজুর দম্পতির ছোট মেয়েকে বিয়ে করার প্রস্তাব সুবাইয়া আগেও দিয়েছিলো।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed