সিঙ্গাপুরে আগুনে পুড়ে রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

লাস্টনিউজবিডি, ২৬ ফেব্রুয়ারি: সিঙ্গাপুরের একটি কারখানায় আগুনে পুড়ে প্রাণ হারালেন এক প্রবাসী। তার নাম আনিসুজ্জামান (৩২)।
বৃহস্পতিবার রাতে আনিসুজ্জামানের মৃত্যুর খবর এলাকায় এসে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাজীগঞ্জ উপজেলার সাত নাম্বার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাওলাদার বাড়ির অহিদ হাওলাদারের ছেলে তিনি।
এর আগে গত বুধবার দিনের বেলায় সিঙ্গাপুরের কর্মক্ষেত্র সেই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে পুড়ে যান আনিসুজ্জামান। পরে মৃত্যুর সঙ্গে লড়ে একদিন বাদেই মারা যান তিনি।
নিহত আনিসুজ্জামানের বন্ধু তানজিবুল ইসলাম ও কায়সার হোসেন জানান, প্রায় দেড় বছর আগে আনিসুজ্জামান তার ভগ্নিপতির হাত ধরে সিঙ্গাপুরে যান। সেখানে গত বুধবার দুপুরে কারখানাতে কাজ করা অবস্থায় অগ্নিদগ্ধ হন তিনি। এর পরেই তাকে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে মারা যান আনিসুজ্জামান।
অন্যদিকে, এলাকাবাসীর দাবি তাদের সন্তানদের মরদেহ যেনো দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সরকার।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed