বিএসটিআই’র অভিযানে ১ পেট্রোল পাম্পকে জরিমানা

লাস্টনিউজবিডি, ২৫ ফেব্রুয়ারি: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি পেট্রোল পাম্পকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
ঢাকা মহানগরীর হাটখোলা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
আজ বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর হাটখোলা রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স এ. হাই এন্ড কোং জ্বালানি তেল পরিমাপে ০৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩০০, ১৭০ ও ১২০ মিলিলিটার এবং ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১৭০ মিলিলিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করে বিএসটিআই।
এছাড়া সায়েদাবাদ এলাকার মেসার্স পৌর ফিলিং স্টেশন পরিদর্শনকালে পাম্পে ব্যবহৃত সবগুলো ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed