বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নেবে সিঙ্গাপুর ও রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

লাস্টনিউজবিডি, ২২ ফেব্রুয়ারি: বিভিন্ন খাতে ১২ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর ও রোমানিয়া। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুর থেকে খবর পেলাম, এর মধ্যে তারা ১০ হাজার অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সিঙ্গাপুরে আমাদের মিশন প্রতিনিধি পাঁচ শতাধিক ওয়ার্ক পারমিট ইস্যু করছেন। এ সুখবর আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। সিঙ্গাপুরে সব মিলিয়ে এক লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হয়।
আরো পড়ুন :
হাসপাতালে কবরীকে বলা এটিএম শামসুজ্জামানের কথা ভাইরাল (ভিডিও)
তামিমাকে আমি আর ফেরত নিতে চাই না: জানালেন রাকিব
ফিল্মি স্টাইলে পুলিশের চোখে গুরা মরিচ ছিটিয়ে স্বামী ছিনতাই
তিনি বলেন, নতুনভাবে বাংলাদেশ মিশন স্থাপন করা ইউরোপের দেশ রোমানিয়াতেও আরও দুই হাজার লোকের কর্মসংস্থান হতে যাচ্ছে। সেখানে এর মধ্যে প্রায় এক হাজার ৪০০ লোক গেছেন। তারা আরও দুই হাজার লোক নেবে। ওখানে অনেককে নেবে মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। ওরা জার্মানি, ফ্রান্স এসব দেশে হালাল মাংস পাঠায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে বিদেশ থেকে বাংলাদেশি কর্মীদের ফেরত আসার মধ্যে সরকার নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিল। আমাদের মিশনগুলোকে বলেছিলাম, আপনারা দেশের লোকদের গেইনফুল এমপ্লয়মেন্টের জন্য চেষ্টা করুন। সেটার সুখবর আসছে।
তিনি বলেন, সিঙ্গাপুরে কাজের পরিবেশ সন্তোষজনক। সেখানে যারা কাজ করেন তাদের অভিযোগ-আপত্তি খুব একটা থাকে না।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed