‘২১শে ফেব্রুয়ারি ছিল সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক মুক্তির আন্দোলন’

লাস্টনিউজবিডি, ২২ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির আন্দোলন শুধু ভাষাই নয়, ছিল সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক মুক্তির আন্দোলন ।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা।
আরো পড়ুন :
নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, একথা আমি মানতে রাজি না: সিইসি
ফিল্মি স্টাইলে পুলিশের চোখে গুরা মরিচ ছিটিয়ে স্বামী ছিনতাই
হাসপাতালে নবজাতক রেখে উধাও বাবা-মা
প্রধানমন্ত্রী বলেন, টিকা নিলেও মাস্ক পরা, হাত ধোয়াসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। অন্তত নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কারণ দ্বিতীয় ডোজ রয়েছে। আবার করোনা টিকার কার্যকারিতা কতটুকু বা কী, এটিও গবেষণার পর্যায়ে আছে।
এর আগে শনিবার সকালে গণভবন থেকে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সব অর্জনেই বাঙালিকে সংগ্রাম করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতৃভাষায় কথা বলতে ভাষা শহীদদের রক্তের শপথ ছিলো বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি প্রমুখ।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed