রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

লাস্টনিউজবিডি, ২২ ফেব্রুয়ারি: রূপালী ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগের আওতাধীন সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে সংশ্লিষ্ট বিভাগের জিএম মো: ফয়েজ আলমের সভাপতিত্বে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে সিলেট বিভাগের আওতাধীন ৫১ জন শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্মেলনের প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবুল খায়ের।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed