ধর্মঘট স্থগিত, দক্ষিণের ১৭ রুটে বাস চলাচল শুরু

লাস্টনিউজবিডি, ২০ ফেব্রুয়ারি: বরিশালে ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন শ্রমিকরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘট স্থগিত করেছেন। সেই সাথে পুলিশের হাতে গ্রেফতার দুই শ্রমিককে মুক্তি না দিলে সোমবার সকাল ৬টা থেকে ফের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা।
আরো পড়ুন:
বেরিয়ে আসলো আরো একজনের নাম, নাসির তিন নম্বর
আল জাজিরার ভিডিও সরানোর বিষয়ে সিদ্ধান্ত জানালো ফেসবুক
বড় ছেলের পাশে সমাহিত এটিএম শাসুজ্জামান
কাওছার হোসেন জানান, শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজকে (২৪) গ্রেফতার করা হয়েছে। ফলে বরিশাল থেকে দক্ষিণের ১৭ রুটে বাস চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার পর শ্রমিকদের সঙ্গে বাস মালিক সমিতির নেতাদের বৈঠক হয়। বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধর্মঘট প্রত্যাহারে অনুরোধ জানানো হয়। বৈঠক শেষে সন্ধ্য সাড়ে ৭টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়।
তিনি আরও বলেন, দুই শ্রমিককে মুক্তি দেয়া না হলে সোমবার থেকে ফের কর্মসূচি পালন করবে শ্রমিকরা।
এর আগে গ্রেফতার দুই শ্রমিকের মুক্তির দাবিতে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ১০ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed