বিদেশি পিস্তলসহ পাঁচ ডাকাত গ্রেফতার

লাস্টনিউজবিডি, ২০ ফেব্রুয়ারি: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গতকাল শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবার, গুলি, স্বর্ণালংকার, সোনা বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ জব্দ করা হয়েছে।
আরো পড়ুন:
জাতীয় দলের ৮ ক্রিকেটার করোনা টিকা নিলেন
২১ ফেব্রুয়ারিকে ঘিরে কোনো নাশকতার সম্ভাবনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্লারের আড়ালে দেহ ব্যবসা: সেই নারী কাউন্সিলর গ্রেপ্তার
গ্রেফতাররা হলেন- মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। আজ শনিবার ডিএমপির কার্যালয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
হাফিজ আক্তার জানান, গত ২০ অক্টোবর হাতিরঝিলের বিশাল সেন্টারের পেছনে এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনা দুটিতে লাইসেন্স করা বিদেশি রিভলবার, ৫০টি গুলি, সোনা ও টাকা লুট হয়। ওই ঘটনায় দুটি মামলা করা হয় হাতিরঝিল থানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অপরাধ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed