অতিথিকে খুঁটির সঙ্গে বেধে রাতভর নির্যাতন

লাস্টনিউজবিডি, ১৮ ফেব্রুয়ারি: সিরাজগঞ্জের কাজিপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা এক যুবককে খুঁটির সঙ্গে বেধে রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার গভীর রাতে তাকে উপজেলার পাঁচগাছি গ্রামের কালামের ঘর থেকে তাকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে একই গ্রামের বক্কারের পুত্র ফরহাদ, ফজলু সেজাবের পুত্র জামাল ও মজিবরের পুত্র শাহিন। প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে আত্মীয় বাড়িতে বেড়াতে আসা ওই যুবককে নির্যাতন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে পুুলিশ আসছে খবর পেয়ে নির্যাতনকারীরা ওই যুবককে ছেড়ে দেয়।
আরো পড়ুন :
প্রথমবারের মতো ভারতে কোন নারীর ফাঁসি হতে যাচ্ছে
টিকা নিতে ব্যথা পাই নাই, আমি অভিনয় করছি: কুদ্দুস বয়াতি
আমেরিকা থেকে লোকজন এসেছে টিকা নিতে: পররাষ্ট্রমন্ত্রী
নির্যাতনের শিকার ওই যুবকের নাম আব্দুল আজিজ (২৮)। তিনি উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের আয়নাল হকের ছেলে।
আজিজ জানান, দুই দিন পূর্বে ঢাকা থেকে বাড়িতে এসে বুধবার আমার আত্মীয়ের বাড়ি বেড়াতে যাই। ওরা রাতে এসে জোর করে আমাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। আমি অনেক বললেও ওরা আমার কথা শোনেনি।
এদিকে নির্যাতনকারী ফরহাদ জানান, ওই লোক (আব্দুল আজিজ) আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাদের ক্ষতি করার জন্যে ঘরের পেছনে ওঁৎ পেতে ছিল। তাই ধরে এনেছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু জানান, তিন দিন আগে গ্রামবাসী বসে আমরা কালাম এবং ফরহাদের বিরোধ মীমাংসার লক্ষ্যে আগামী শুক্রবার বৈঠকের তারিখ দিয়েছি। এরই মধ্যে এ রকম ঘটনা অনভিপ্রেত।
কাজিপুর থানার ওসি পি এন সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
লাস্টনিউজবিডি/রাসেল
সর্বশেষ সংবাদ
Comments are closed