খুলনায় সোহাগ বাসের ভেতর হেলপারের ক্ষতবিক্ষত লাশ

লাষ্টনিউজবিডি, ১২ র্ফেরুয়ারি: খুলনায় সোগাহ বাসের ভেতরে হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। খুলনা শহরের শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে সোগাহ বাস কোম্পানী জানিয়েছে। নিহতের বাড়ি বাগেরহাটের কচুয়ায়।
সোহাগ পরিবহনের কর্মকর্তারা এ বিষয়ে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গাড়িটি শিববাড়ি মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়। শুক্রবার সকালে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
ভোররাতের দিকে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। তার মাথা, ঘাড়, হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সকালে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে খুলনা পুলিশ।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed