পুঁজিবাজারে টানা পতন

লাস্টনিউজবিডি, ০১ ফেব্রুয়ারি: টানা পতনের মধ্যে আছে দেশের পুঁজিবাজার। আগের দিনের ধারাবাহিকতায় রোববার ( ১ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক ছিল নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২২ লাখ টাকা।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ২৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে ২ হাজার ১২৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৮ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ১০ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১০টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত আছে ১০৮টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ২৪১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১০৯ পয়েন্ট কমে ৯ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির। সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৯ লাখ টাকা।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed