ডোমারে এমকে টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে নীলফামারীর ডোমারে অনলাইন চ্যানেল ময়ূরকন্ঠী“এমকে” টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডোমার রিপোর্টার্স ক্লাব হলরুমে উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক ও প্রেস ক্লাব সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “এমকে” টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি শাহিনুর রহমানের সভাপতিত্বে সমকাল ডোমার প্রতিনিধি রওশন রশিদ, খবরপত্র প্রতিনিধি আনিছুর রহমান মানিক, খোলা কাগজ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, দীপ্ত টিভি জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, বাংলাদেশের আলো প্রতিনিধি আলমগীর হোসেন, আজকালের খবর প্রতিনিধি সত্যেন্দ্র নাথ রায়, , স্বদেশ প্রতিদিন প্রতিনিধি হরিদাশ রায়, বাংলা টিভি জেলা প্রতিনিধি মামুন, বিশিস্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমূখ।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed