ঢাবির হল খোলার বিষয়ে জানা যাবে ৩১ জানুয়ারি

লাস্টনিউজবিডি, ২৮ জানুয়ারি: অনার্স শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছে প্রভোস্ট কমিটি। আগামী রোববার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এটি চূড়ান্ত করা হবে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান।
তিনি বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো সীমিত পরিসরে খোলার বিষয়ে প্রভোস্টরা সুপারিশ করেছেন। সেটি ডিনস কমিটিতে আলোচনা হয়েছে। এখন বিষয়টি একাডেমিক কাউন্সিল দেখবে।
ড. হাসানুজ্জামান বলেন, ৩১ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের প্রথম সপ্তাহ থেকে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
- ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী পুলিশের কাছ থেকে দৌড় (ভিডিও)
- ব্যাংক লুটের চেষ্টা: একে একে ৪ কর্মকর্তা-কর্মচারী অচেতন হয়ে পরেন
- সামনে একজন শ্রোতা নিয়ে মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা
- ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বর হলে কী করবেন?
- সাংবাদিক হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- ডোমারে মাদকসেবীর ৭ দিনের জেল
Comments are closed