কুয়াকাটা সৈকত থেকে কংক্রিটের ভাঙ্গা অংশ অপসারণ

গোফরান পলাশ, পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের ভাংঙ্গা অংশ বিশেষ দীর্ঘ বছর পর অবশেষে আজ বৃহস্পতিবার সরিয়ে ফেলা হয়েছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ অপসারনের কাজ করে চায়না কোম্পানী সিকো। এতে সহযোগিতা করেন ট্যুর অপারেটরস এসাসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ক্যামেরাম্যান ও সৈকতের ক্ষুদ্র ব্যবসায়িরা। সৈকত থেকে কংক্রিট অপসারনের ফলে সৈকতের সম্মুখভাগের প্রায় একশো মিটার এলাকা এখন ঝূঁকিমুক্ত হয়েছে। এখন আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের ভাংঙ্গা অংশের কারনে পর্যটকদের দূর্ঘটনার সম্ভাবনা না থাকায় ট্যুরিষ্ট পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক সহ স্থানীয়রা।
জানা গেছে, এলজিইডির গেস্ট হাউজ কাম বায়োগ্যাস প্লান্ট ভবনটি বালু ক্ষয়ের কবলে পড়ে সমুদ্র গর্ভে চলে যায়। ভবনটির উপরি ভাগের অংশ বিশেষ সরিয়ে ফেললেও মাটির নিচে কংক্রিটের ভাংঙ্গা অংশ গুলো থেকে যায়। জোয়ারের পানিতে বালুমাটি সরে গিয়ে কংক্রিটের ভাংঙ্গা টুকরো গুলো সৈকতে জেগে ওঠে। আর এতে বিড়ম্বনায় পড়তে হয় পর্যটকদের। সমুদ্রে গোসল করতে নেমে আহত হয়েছে অনেক পর্যটক। সৈকত থেকে কংক্রিটের ভাঙ্গা অংশ গুলো সরিয়ে নিতে গনমাধ্যমে একাধিকবার লেখালেখির পরও দীর্ঘ এক যুগে অপসারণ করা হয়নি এ কংক্রিট গুলো।
সম্প্রতি কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহরাফ হোসাইন পর্যটক বান্ধব সৈকত গড়ে তোলার লক্ষে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সৈকতে পরে থাকা কংক্রিট গুলো সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়।
কুয়াকাটা পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র মো. আনোয়ার হাওলাদার জানান, নিরাপদ ও পরিচ্ছন্ন সৈকত গড়তে তিনি সহ পৌর পরিষদের সকল সদস্যরা এক যোগে কাজ করবেন। এরই ধারাবাহিকতায় সৈকতের কংক্রিট অপাসারণ করা হয়েছে। এরপর থেকে কোন পর্যটক সমুদ্রে গোসল করতে নেমে আহত হবেন না বলে তিনি দাবী করেন।
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহরাফ হোসাইন জানান, শুধু পর্যটকদের নিরাপত্তাই নয়, পর্যটকদের কাছে পরিচ্ছন্ন সৈকত উপহার দিতে ট্যুরিষ্ট পুলিশ সকলের সহযোগিতায় কাজ করে চলছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: ১৪ বছরের কিশোর গ্রেফতার
- ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী পুলিশের কাছ থেকে দৌড় (ভিডিও)
- ব্যাংক লুটের চেষ্টা: একে একে ৪ কর্মকর্তা-কর্মচারী অচেতন হয়ে পরেন
- সামনে একজন শ্রোতা নিয়ে মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা
- ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বর হলে কী করবেন?
- সাংবাদিক হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় পরিবারের ক্ষোভ
Comments are closed