করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

লাস্টনিউজবিডি, ২৮ জানুয়ারি: সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রতিদিন লাখ লাখ মানুষ। এ অদৃশ্য ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৬৮১ জন। মারা গেছেন ২১ লাখ ৮৪ হাজার ২১৬ জন। বুধবার মারা গেছেন ২১ লাখ ৬৭ হাজার ৯২ জন। এর ফলে একদিন ১৭ হাজার ১২৪ জনের মৃত্যু। বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৩৯২ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
- প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: ১৪ বছরের কিশোর গ্রেফতার
- ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী পুলিশের কাছ থেকে দৌড় (ভিডিও)
- ব্যাংক লুটের চেষ্টা: একে একে ৪ কর্মকর্তা-কর্মচারী অচেতন হয়ে পরেন
- সামনে একজন শ্রোতা নিয়ে মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা
- ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বর হলে কী করবেন?
- সাংবাদিক হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় পরিবারের ক্ষোভ
Comments are closed