আবার কাদেরের ওপর চটেছেন ছোটভাই মির্জা

লাস্টনিউজবিডি, ২৮ জানুয়ারি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উপর আবার চটেছেন ছোটভাই মেয়র আবদুল কাদের মির্জা।
কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব পদ টেকাতে আপনি অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় ওবায়দুল কাদের টেলিফোনে তাকে ‘তুমি আমার পদ খাবে নাকি?’ জিজ্ঞেস করেছেন বলেও জানান কাদের মির্জা।
এক পর্যায়ে কাদের মির্জা বক্তব্যের ফাঁকে স্লোগান দিতে থাকেন, ‘এক দফা এক দাবি, একরাম তুই কবে যাবি।’ একরাম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। এ দাবিতে আগামী রোববার (৩১ জানুয়ারি) কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হবে। এ সময় কোনো কাক-পক্ষীও উড়তে পারবে না।
মির্জা বলেন, কাদের সাহেব, আপনি কিভাবে স্যারেন্ডার করলেন? আমার আব্বা কি রাজাকার ছিলেন? ওবায়দুল কাদের সাহেব আপনার আব্বা মোশারফ হোসেন রাজাকার নয়, তিনি বসুরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর যারা আমার পরিবারকে রাজাকার বলছে, তাদের কাছে আত্মসমর্পণ করছেন?
বুধবার সন্ধ্যায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বক্তব্য দেননি।
তিনি বলেন, অপরাজনীতির কাছে মাথা নতকারীরা আমার ভোটারদেরকে অভিনন্দন পর্যন্ত জানায়নি। যে দলের (আওয়ামী লীগ) জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেছি, তারাও খবর নেয়নি। সংবর্ধনার জবাবে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, ভার্চুয়াল প্রোগ্রাম দিয়ে যারা কথা রাখেনি, তারা অপশক্তির কাছে মাথা নত করেছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় মন্ত্রী বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন। আমার ছেলে-মেয়েদের সেই চাকরি কই? অন্তত কোম্পানীগঞ্জ উপজেলায় ৫শ ও কবিরহাট উপজেলায় ৫শ ছেলে-মেয়ের চাকরি যদি না হয় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।
গ্যাস দেবেন বলেছেন, কোন ষড়যন্ত্রে গ্যাস আসেনি তা জানি। একরাম চৌধুরী আমার গ্যাস ফিল্ডের নামটা পর্যন্ত নিয়ে গেছে। গ্যাস পাওয়া গেছে কোম্পানীগঞ্জের শাহজাদপুরে আর নাম দেয়া হয়েছে কবিরহাটের সুন্দলপুরের। এসব বললে তিনি (ওবায়দুল কাদের) নাকি অসুস্থ, অসুস্থ হলে অপশক্তির কাছে মাথানত করেন কিভাবে?
লাস্টনিউজবিডি/কেএম
সর্বশেষ
Comments are closed