কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ আটক ৩

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌরসভার আলম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় ১৪ কেজি গাঁজা, ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গতকাল সোমবার রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরা কুড়িগ্রামে দ্বায়িত্ব গ্রহনের পর বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) উৎপল কুমার রায়ের নেতৃত্বে অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার কুড়িগ্রাম থানা ও সদর ফারির ইনচার্জ এস আই নাজমুস সাকিব সজীব, অন্যান্য অফিসারসহ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও ৩ জনকে আটক করে।
উদ্ধারকৃত মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আসামি খোরশেদ আলম ওরফে হুরকা (২৭), হুরকার বোন মনিকা ওরফে মুন্নি (১৮) ৩/জসীম উদ্দীন ওকে বাবু (৩০) কে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইলথফোন, জব্দ করা হয়।
পুলিশ জানায়, আসামিরা কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ,ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed