হরতাল ডাকলো আওয়ামী লীগ

লাস্টনিউজবিডি, ২৫ জানুয়ারি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও হরতালের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২৫ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সভায় এ ঘোষণা দেন নবনির্বাচিত পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা।
ঘোষণা অনুযায়ী আগামী রোববার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় সব ধরণের যানবাহন ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সভা শেষে মেয়র মির্জা গণমাধ্যমকর্মীদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির পর দলীয় হাই কমান্ড কোন ধরণের ব্যবস্থা না নেয়ায় এ কর্মসূচি দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করবে।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে একই দাবিতে (২৪ জানুয়ারি) আধাবেলা হরতালের ডাক দেন উপজেলা আওয়ামী লীগ। পরে সেটি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলে আখ্যায়িত করেন। কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দেন তিনি।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed