চারদিনের নবজাতক ফেলে পালালেন মা

লাস্টনিউজবিডি, ২৪ জানুয়ারি: হাসপাতাল চত্বরে চার দিনের নবজাতক ফেলে গেছেন এক মা। বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে নবজাতক। তবে নবজাতকের মায়ের ঠিকানা জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওই নবজাতককে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ফেলে যান তার মা। আজ রোববার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার) আব্দুল হালিম।
তিনি বলেন, এক দিন বয়সী নবজাতক নিয়ে বুধবার (২০ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হন হিরা খাতুন নামের এক নারী। তিনি স্বামীর নাম উল্লেখ করেন আহসান উল্লাহ। সাতক্ষীরা সদরের হাড়দ্দহ গ্রামের বাসিন্দা বলে হাসপাতালের রেজিস্ট্রি খাতায় নাম-ঠিকানা উল্লেখ করেন। শনিবার বেলা ১১টার দিকে নবজাতককে ছেঁড়া কম্বলের মধ্যে জড়িয়ে হাসপাতালের গ্যারেজের পাশে খোলা স্থানে ফেলে রেখে পালিয়ে যান ওই নারী। আমাদের ধারণা, ওই নারী শিশুটির মা।
আব্দুল হালিম বলেন, কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন নিরাপত্তা কর্মীরা। তবে ভর্তির সময় ওই নারীর দেওয়া ঠিকানা যাচাই করে দেখা যায় ভুয়া। এখন তার হদিস মিলছে না।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শামসুর রহমান বলেন, শিশুটির ওজন কম। আমাদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ দত্তক নিতে চাইছেন; তবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে আইনগত প্রক্রিয়া মেনে নবজাতককে দত্তক নিতে হবে।
চিকিৎসক শামসুর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সমাজসেবা দপ্তরকে বিষয়টি জানানো হবে। পরবর্তীতে ব্যবস্থা তারা নেবে। শিশুটির দেখভাল করতে কষ্ট হয় আমাদের। কারণ হাসপাতালে জনবল কম। শিশুটির চিকিৎসা ও সেবায় একজন নার্স নিয়োজিত রয়েছেন। এটি আমাদের ওপর বাড়তি চাপ।
সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক কুদরত-ই-খোদা বলেন, ভুল নাম-ঠিকানা দিয়ে শিশুটির মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতাল চত্বরে শিশুটিকে ফেলে পালিয়ে যান। শিশুটি অকালজাত। বর্তমানে শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে। ঘটনাটি সদর থানা ও জেলা প্রশাসককে জানানো হয়েছে।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed