হাত বাঁধা অবস্থায় সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

লাস্টনিউজবিডি, ২৪ জানুয়ারি: ঢাকার সাভার হাত বাঁধা অবস্থায় ফজলুল হক (৫০) নামের এক সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সাভারের বিরুলিয়ার কমলাপুর এলাকায় একটি ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত ফজলুল হক মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রাহতপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি পপুলার ইনসুরেন্সের মালিকের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া গত চার বছর আগে সেনা সদস্যের পদ থেকে অবসরে যান।
আরও পড়ু:- করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৩
পুলিশ জানায়, গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিকালে ফজলুল হক মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য বের হয়। রাতে তার পরিবার ফোন বন্ধ পায়। পরে রোববার সকালে বিরুলিয়ার ওই স্থান থেকে হাত বাঁধা ও মুখে কাপড় গুঁজানো অবস্থায় এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। সে সঙ্গে একটি হত্যা মামলা দায়েরও প্রস্তুতি চলছে।
লাস্টনিউজবিডি/ডি
সর্বশেষ
Comments are closed