বাসচাপায় পুলিশসহ নিহত ২

লাস্টনিউজবিডি, ২৩ জানুয়াারি: রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালী মন্দিরের কাছে হানিফ ফ্লাইওভারের উপর বাসচাপায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
আজ শনিবার বিকালে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত দুজন হলেন, আক্তার হোসেন ওরফে আক্তারুজ্জামান বাবু (৩৭) ও কমিউনিটি পুলিশ মফিজুল ইসলাম (৪০)। তাদের মধ্যে আক্তার ইউএস-বাংলা মেডিকেলে চাকরি করেন। আর মফিজুল কমিউনিটি পুলিশে কর্মরত।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভারের উপর গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপরে পড়েন।
এ সময় বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় মফিজুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
পথচারী মো. মিনহাজ মজুমদার জানান, ওয়ারী জয় কালী মন্দির সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে একটি বাস প্রথমে মোটরসাইকেলটিকে ও পরে কমিউনিটি পুলিশকেও চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে কমিউনিটি পুলিশ মফিজুল ইসলাম মফিজের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জৈনপুর পরিবহনের ওই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- জিয়ার খেতাব কারো দয়ায় পাওয়া নয়: মির্জা ফখরুল
- পরীক্ষা পেছালে সেশনজট হবে না, বয়স বাড়লেও সমস্যা নেই: শিক্ষামন্ত্রী
- প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: ১৪ বছরের কিশোর গ্রেফতার
- ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী পুলিশের কাছ থেকে দৌড় (ভিডিও)
- ব্যাংক লুটের চেষ্টা: একে একে ৪ কর্মকর্তা-কর্মচারী অচেতন হয়ে পরেন
- সামনে একজন শ্রোতা নিয়ে মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা
Comments are closed