বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত ৪, নিখোঁজ ৬

লাস্টনিউজবিডি, ২৩ জানুয়ারি: বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ডুবিতে চারজন নিহত হয়েছেন। এছাড়াও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত আরও ৬ জন নিখোঁজ রয়েছে।
আজ শনিবার ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৩৪.৫ মাইল দূরত্বে এফভি জামজামি নামের ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন কোস্টগার্ড সেন্টমার্টিনের ইনচার্জ লে. আরিফুজ্জামান রনি।
লে. আরিফুজ্জামান রনি জানান, সেন্টমার্টিন থেকে ৩৪.৫ মাইল দূরত্বে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার পর নৌবাহিনী সমুদ্র অভিযান জাহাজ উদ্ধার কাজ পরিচালনা করছে। পাশাপাশি কোস্টগার্ডের শ্যামল বাংলা জাহাজও উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রলারটি সম্ভবত চট্টগ্রামের। যেখানে ২৬ জন মাঝিমাল্লা ছিল। তারমধ্যে এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর বাকি জেলেদের উদ্ধার অভিযান চলছে বলেও জানান আরিফুজ্জামান রনি।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
Comments are closed