সেরাম ইনস্টিটিউটে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

লাস্টনিউজবিডি, ২১ জানুয়ারি: ভারতের পুনেতে অবস্থিত করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে একইদিন দুপুর ৩টার দিকে পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।
সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। তবে ভারতীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
- জিয়ার খেতাব কারো দয়ায় পাওয়া নয়: মির্জা ফখরুল
- পরীক্ষা পেছালে সেশনজট হবে না, বয়স বাড়লেও সমস্যা নেই: শিক্ষামন্ত্রী
- প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: ১৪ বছরের কিশোর গ্রেফতার
- ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী পুলিশের কাছ থেকে দৌড় (ভিডিও)
- ব্যাংক লুটের চেষ্টা: একে একে ৪ কর্মকর্তা-কর্মচারী অচেতন হয়ে পরেন
- সামনে একজন শ্রোতা নিয়ে মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা
Comments are closed