পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ

লাস্টনিউজবিডি, ২১ জানুয়ারি: পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য। বুধবার (২০ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি নিজেই সাংবাদিকদের এ কথা জানান।
দেবাশীষ ভট্টাচার্য বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট— উভয় বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা।
আরও পড়ুন:- শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট
২০১৯ সালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিনকে (এ এম আমিন উদ্দিন) নিয়োগ দেয়ার পর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।
গত বছরের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দেয় সরকার।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
Comments are closed