১৯ প্রতিষ্ঠানকে অর্ধকোটি টাকা জরিমানা

লাস্টনিউজবিডি, ২১ জানুয়ারি: রাজধানীতে নকল কসমেটিকস তৈরি-মজুদ এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে ১৯ প্রতিষ্ঠানকে ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চক
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চকবাজারের মুকিম কাটারা এবং চাম্পাতলী এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের সহায়তায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ আদালত পরিচালনা করেন।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, এসব প্রতিষ্ঠান থেকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বিপুল পরিমাণ ভেজাল, নকল ও নিম্নমানের কসমেটিকস পণ্য এবং মেয়াদহীন খাদ্য পণ্য জব্দ করা হয়।
এসব ভেজাল পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন পঞ্চম সংশোধনী, ২০১৩ অনুযায়ী ১৯টি প্রতিষ্ঠানকে ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে সারোয়ার ম্যানশনের মোহাম্মদ মিঠুকে ছয় লাখ এবং মোহাম্মদ শাহেদকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রাজিব এন্টারপ্রাইজের মোহাম্মদ ইউনুসকে ২ লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন:- ইরাকে জোড়া আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩
এসময় ৮টি দোকান, গোডাউন সিলগালা করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভেজাল, নকল, নিম্নমানের প্রসাধনী এবং বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, নকল ও নিম্নমানের প্রসাধনী ব্যবহারে শিশু এবং প্রাপ্তবয়স্কদের মারাত্মক চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে ভেজাল ও নিম্নমানের প্রসাধনী, খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
লাস্টনিউজবিডি/ ডি
সর্বশেষ
- কলাপাড়া উপ-নির্বাচন: ভোট কেন্দ্রে যেতে বাঁধা, চলছে ভোট গ্রহণ
- ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
- ১ মার্চ সূবর্ণ জয়ন্তী উদযাপন নাগরিক কমিটি’র কর্মসূচীর উদ্বোধন
- বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হাইকোর্টের রুল
- বাংলাদেশে রিয়েলমির ১ বছর পূর্ণ
- কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে: কাদের
Comments are closed